RG Kar News: 'নবান্ন অভিযান অবৈধ, বেআইনি', অভিযোগ কুণাল ঘোষের
ABP Anada Live: ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ তৃণমূলের। 'বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে, সোশাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম'। অভিযোগ কুণাল ঘোষের । 'ধানতলা, বানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন?' 'চক্রান্তকারীরা বলছে, রাজনীতি করার জন্য মৃতদেহ চাই', ভিডিও দেখিয়ে দাবি কুণাল ঘোষের । 'শকুনের রাজনীতি চলছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি', বললেন কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে',নবান্ন অভিযান প্রসঙ্গে কড়া বার্তা কুণালের।
আরও খবর, 'নবান্ন অভিযান ঘিরে সরকার কিন্তু কাঁপছে । আসলে পুলিশ ভয় পাচ্ছে । সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনও শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা দেওয়া যাবে না । বাঙাল-ঘটি মিশে গেছে , জনগণও কাল মিশে যাবে। পুলিশ বারবার বলছে গণ্ডগোল হবে, তারমানে বুঝে নিতে হবে পুলিশ কোথাও না কোথাও জড়িত আছে', মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের ।