RG Kar Protest: সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়র জুনিয়রদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়র জুনিয়রদের । সন্ধে ৭ থেকে চলছে বৈঠক, যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠক । জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, আইএমএ বেঙ্গল, সার্ভিস ডক্টর্স ফোরামের সঙ্গে জুনিয়র ডাক্তারদের । বেসরকারি চিকিৎসকদের সংগঠন প্রাইভেট হেলথ প্রফেশনালের সঙ্গেও বৈঠক জুনিয়র ডাক্তারদের
আরও খবর..
'প্রশাসনের কাছে পুনরায় দাবি জানাচ্ছি, অনশনরত চিকিৎসকদের মর্যাদা দিয়ে তাঁদের বক্তব্য শুনুন। তাঁদের দাবিপূরণের জন্য সততার সঙ্গে সচেষ্ট হন,' মুখ্যসচিবকে ই-মেলে আবেদন বিশিষ্টজনেদের। 'প্রশাসন ও আন্দোলনরত চিকিৎসক সমাজকে জানাতে চাই সমস্যা নিরসনে দু পক্ষের মধ্যে নতুন সংলাপের সেতু গড়ে তুলতে নাগরিক সমাজের কোনও ভূমিকা থাকতে পারে কি না জানান, আমরা গুরুত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই বিষয়ে উদ্যোগ নিতে পারি', মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে ই-মেল বিশিষ্টজনেদের।
'নিরাপত্তা ও সুরক্ষা সকলের কাছেই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, দীর্ঘ লড়াইয়ের স্বার্থে একান্ত প্রয়োজন। নাগরিক সমাজের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করতে চাই, সুস্থ আলোচনার মাধ্যমে আপনাদের ন্যায্য দাবির সমাধান ও বাস্তবায়ন। এই প্রক্রিয়ায় আমরা যথাসাধ্য সক্রিয় থাকব। অনশনরত চিকিৎসকদের কাছে অনুরোধ নাগরিক সমাজের সক্রিয়তায় আস্থা রেখে অনশন প্রত্যাহার করুন,' ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে চিঠি বিশিষ্টজনেদের।