BJP Protest: ধর্না শুরুর আগে ধর্নামঞ্চই উধাও। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব বিজেপি
ABP Ananda LIVE: ধর্না শুরুর আগে ধর্নামঞ্চই উধাও। তাও আবার খোদ রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। শ্য়ামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গতকালই মঞ্চ বেঁধেছিল গেরুয়া শিবির।আজ ওই ধর্নামঞ্চে অবস্থানে বসার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিশ। বিজেপি যুব মোর্চার দাবি, ভোর পাঁচটাতেও ধর্নামঞ্চে ছিলেন তাঁরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সকাল ১০টা নাগাদ তাঁরা গিয়ে দেখেন ধর্নামঞ্চ উধাও। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশই মঞ্চ খুলে নিয়ে গেছে। পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আর জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, প্রতিটি ঘটনা প্রমাণ করছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানিয়েছে বিজেপি। এছাড়াও শুক্রবার দিনভর বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষকেও। শুক্রবার থেকে আর জি করের সামনে শুরু হতে চলেছ বিজেপির বিক্ষোভ কর্মসূচি, এমনটাই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল ১১টা থেকে শুরু হবে এই বিক্ষোভ কর্মসূচি। আর জি কর হাসপাতালের আশপাশের এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যজুড়ে হবে প্রতীকে অবরোধ। সাধারণ মানুষকে ২ ঘণ্টা কর্মবিরতি পালনের আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল ৪টে থেকে বিজেপির মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মোমবাতি মিছিল করবে বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। বিরোধীদের কাছে বাংলাকে স্তব্ধ করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারীও।