(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Update: তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি দিয়ে RG কর চত্বরেও তৈরি হয়েছে 'অভয়া গ্যালারি'
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
আরও খবর, সাতসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু। গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ৩১ নম্বর জাতীয় সড়কে।