RG Kar News: '৭টি দাবি মেনে নেওয়া হয়েছে', বলছেন মুখ্যসচিব, 'মিথ্যা বলা হচ্ছে', পাল্টা আন্দোলনকারীরা।
RG Kar Update: সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। বিএম বিড়লা ও সিএমআরআই হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালেও। আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালে।
আরও খবর,
'আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে, সবার কথা শোনা হয়েছে। ১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', মন্তব্য মুখ্যসচিবের।