(Source: ECI/ABP News/ABP Majha)
Rituparna Sengupta: প্রায় ২ ঘণ্টা পার, রেশন-দুর্নীতি মামলায় এখনও ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত | ABP Ananda LIVE
২ ঘণ্টা পার, রেশন-দুর্নীতি মামলায় ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে, ৫ জুন ঋতুপর্ণাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ঋতুপর্ণা। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? জানতে তলব ইডির।
'ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। উনি অভিনেত্রী মানুষ, আর তৃণমূলের রাজনৈতিক নেতারা তো একেক জন বড় বড় অভিনেতা। ফলে অভিনেতার সঙ্গে অভিনেত্রীর নানা ধরনের যোগাযোগ থাকতে পারে', মন্তব্য বিজেপি নেতা শঙ্কর ঘোষের।
বারাসাতের কাজিপাড়ায় মহিলাকে গণপিটুনি। কাজিপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চাচুরির গুজবে তুলকালাম। বাচ্চা চুরির গুজবকে কেন্দ্র করে গণপিটুনি উত্তেজিত জনতার। একটি বাচ্চাকে নিয়ে অটোতে উঠতে গেলে মহিলাকে মারধর। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ। গুজব না ছড়ানোর জন্য মাইকে প্রচার পুলিশের। গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের।