Rose valley : দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি। রাজ্য সরকারের দ্বারস্থ হল ED
ABP Ananda LIVE: দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি । দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ED এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি । চিঠি পাঠানো হল মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি গেল রাজ্য পুলিশের DG এবং IG রেজিস্ট্রেশ নের কাছে । রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালির সম্পত্তি সুরক্ষিত করা হোক । যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গেছে, তা দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ নয়, চিঠি পাঠানো হয়েছে বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মতো ৯টি রাজ্যে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র। দর্শন স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতো। গতকাল সন্ধেয় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগার ঘটনায় সৌম্যদীপের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে, সৌম্যদীপের গ্রেফতারির দিনই জামিন পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী সাহিল আলি। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু'দিন দেখা করতে হবে সাহিলকে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ মার্চ যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। সাহিলের মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান সরকারি আইনজীবী। দু'পক্ষের সওয়াল শোনার পরে যাদবপুরের প্রাক্তনীর জামিন ম়ঞ্জুর করেন বিচারক।

















