BJP News : মুখ্যমন্ত্রীর যে বিবৃতি এগুলো পাকিস্তানের সংবাদপত্রে ছাপা হবে, ভারতের জন্য নয় : শমীক
ABP Ananda Live: পশ্চিমবঙ্গে বড় শিল্প ছাড়া এ রাজ্যে কোনও ভবিষ্যৎ নেই, মন্তব্য শমীকের। 'তৃণমূল থ্রেটের রাজনীতি করে। ভয় দেখানোর চেষ্টা, জব্দ করার ব্যাপার। মমতার আক্রমণ, জবাব শমীকের। পরের বছর পশ্চিমবঙ্গে নতুন সরকার। পরের ২১ শে জুলাই বাস, স্কুল বন্ধ হবে না'। বললেন শমীক।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া? কথায় কথায় নবান্ন অভিযান? তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে হাত দেয়নি। এবারের স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে।"
এদিকে, ২৮ জুলাই 'নবান্ন চলো' অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্যপদে নিয়োগ ও বকেয়া ডিএ- সব বিভিন্ন ইস্য়ুতে আন্দোলনে নামছেন তাঁরা। রাজ্য সরকারি চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবীদের একাংশ এখনও রাস্তায়। চাকরির দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে আন্দোলন, দাবিদাওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথমঞ্চ, সংগ্রামী যৌথমঞ্চ ও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ঐক্যমঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন।

















