High Court: 'প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেননি? তালা ভাঙার চেষ্টা করেননি?', ফের পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) ১১দিন পার, তদন্ত নিয়ে বারবার হাইকোর্টের (High Court) প্রশ্নের মুখে পুলিশ। 'ঘটনার দিন রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে গিয়েছিল'। সন্দেশখালিতে ইডির (ED) উপরে হামলার তদন্ত নিয়ে দাবি রাজ্য সরকারের । 'ওখানে গিয়ে কি করলেন? বাড়ি দেখে চলে এলেন?' 'প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেননি? তালা ভাঙার চেষ্টা করেননি?' 'বাড়িতে কেউ না থাকলে বাড়ি সিল করার চেষ্টা করেননি? এটাই পুলিশি নিষ্ক্রিয়তা'। সন্দেশখালিকাণ্ডে এফআইআরের পরে ফের পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের। 'রাজ্য কি সদর্থক তদন্ত করতে চায়? মূল অভিযুক্তকে গ্রেফতার করবে পুলিশ?' হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান নিয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতি সেনগুপ্তর। রাজ্য পক্ষপাতদুষ্ট, আমাদের ভরসা নেই, সিবিআই (CBI) তদন্ত হোক, দাবি ইডির । '৩ হাজারের বেশি জমায়েত করে ইডির উপরে হামলা, ডাকাতি-ছিনতাই'। 'পুলিশ মূল অভিযু্ক্তকে ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে, তদন্তে ব্যর্থ'। সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির, কাল ফের শুনানি ।