Suvendu Adhikari: পুলিশি বাধার পর কাল ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু | ABP Ananda LIVE
পুলিশি বাধার পর কাল ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু । 'পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই', আক্রমণ বিরোধী দলনেতার । কোচবিহারের আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী >
আমডাঙায় আইএনটিটিইউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ভাঙল বাড়ির চাল। অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেলেন শাসক নেতা।
আইএনটিটিইউসি নেতার বাড়িতে বোমা ।
গতকাল রাতে পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে অশান্তি শুরু হয়। আশেপাশে দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ওই এলাকায় ৭০-৮০ জন চলে এসেছিল আশেপাশের এলাকা থেকে। রাত সাড়ে-১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে দাবি। ওই সময়েই ঝামেলার মাঝে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। পুলিশ এখানকারই বাড়ি থেকে গাড়িচালক এক ব্য়ক্তিকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি, যিনি নির্দোষ। স্থানীয় বাসিন্দার দাবি, ছোট একটি ঝামেলা থেকে এতদূর ঝামেলা গড়ায়। শনিূবার দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে গন্ডগোল, তার জেরে খাস কলকাতায় শ্যুটআউট হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। গুলিবিদ্ধ যুবক তালতলা লেনের বাসিন্দা। আহত যুবককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে মোটরবাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল হয়। তার জেরে রাত ১২টা নাগাদ মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। সোনা নামে এক দুষ্কৃতী গুলি করে বলে পুলিশ সূত্রে খবর।