Fake Voter News : সাগর বিধানসভায় একই বুথে ভোটার তালিকায় ৩০ জন মৃত ব্যক্তি !
ABP Ananda LIVE: দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভায় একই বুথে ভোটার তালিকায় ৩০ জন মৃত ব্যক্তি! গ্রামবাসীদের দাবি, রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর বুথে ঘটেছে আজব ঘটনা । ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের নামও তালিকায়, দাবি স্থানীয়দের । পঞ্চায়েত অফিস ও BLO-কে জানানোর পরেও মৃত ব্যক্তিদের নাম তালিকায়, অভিযোগ মৃতদের পরিবারের।
আরও পড়ুন...
আজ থেকে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল
আজ থেকে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও মিলবে এসি লোকালের পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে এসি লোকালটি ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে । অন্য়দিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়।



















