Speed news: তপন কান্দু খুনে গ্রেফতার দাদা নরেন কান্দু, ধৃত মিডলম্যান আসিফ খানও।Bangla News
Jhalda Murder: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার নরেন কান্দু। গ্রেফতার নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দু। আসিফ খান নামে ঝালদার এক ব্যবসায়ীও গ্রেফতার। ঝালদাকাণ্ডে আগেই গ্রেফতার নরেনের ছেলে দীপক কান্দু। পুরভোটে তৃণমূল প্রার্থী হয়েছিলেন নরেনের ছেলে দীপক। ভাড়াটে খুনির সামনে বসিয়ে ম্যারাথন জেরার পরে গ্রেফতার। ঝাড়খণ্ডের বোকারো থেকে গতকাল গ্রেফতার হয় কলেবর সিংহ। ‘কংগ্রেস কাউন্সিলর খুনের মূল চক্রী নরেন কান্দু’। মিডলম্যানের কাজ করেছিল আসিফ খান, দাবি এসপির।
Birbhum Violence:সেই রাতে বগটুই গ্রামের দিকে কারা গিয়েছিল? ঘটনার রাতে কী গতিবিধি ছিল পুলিশের? এসডিপিও বাংলার উল্টো দিকে হার্ডওয়্যারের দোকান। দোকানের সিসি ফুটেজ থেকে সূত্রের খোঁজে সিবিআই।
SSC:সিবিআইয়ের হাজিরা এড়ালেন এসএসসি-র উপদেষ্টা কমিটির ৪ সদস্য।‘সোমবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি থাকায় আজ হাজিরা সম্ভব নয়’।দুপুর আড়াইটে নাগাদ ইমেল করে জানালেন উপদেষ্টা কমিটির ৪ সদস্য: সূত্র। পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা সিবিআইয়ের: সূত্র।নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে তলব।এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে তলব। আজ সকালে নিজাম প্যালেসে আসতে বলা হয়।