SSC Case: গ্রুপ C, গ্রুপ D নিয়োগে দুর্নীতি, মিডলম্যান প্রসন্নর সম্পত্তি বাজেয়াপ্ত | ABP Ananda Live
ABP Ananda LIVE : গ্রুপ C, গ্রুপ D নিয়োগে দুর্নীতি, মিডলম্যান প্রসন্নর সম্পত্তি বাজেয়াপ্ত। SSC দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের ৩টি চা বাগান বাজেয়াপ্ত করল ED. প্রসন্ন রায়ের সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত। প্রসন্ন রায়ের ইয়াঙ্গটঙ্গ অর্গানিক টি প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত প্রসন্ন রায়ের বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড। বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান-সহ ২৭ কোটি ১৯ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত । 'চাকরি বিক্রি করেই ৩টি চা বাগান কিনেছিলেন মিডলম্যান প্রসন্ন কুমার রায়'
স্কুলে গ্রুপ C, গ্রুপ D মামলায় এমনই দাবি কেন্দ্রীয় এজেন্সির। নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ৬৩৬ কোটি ৮৮ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত, দাবি ED-র।
কালীগঞ্জ উপনির্বাচনে ফল ঘোষণার দিন বোমাবাজিতে বালিকার মৃত্য়ুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সরিফুল শেখ। FIR-এ নাম রয়েছে ২৪ জনের, সেখানে গ্রেফতারির সংখ্যা মাত্র ৫। ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশি তদন্তে সন্তুষ্ট না হলে আদালতে যাওয়ার এবং CBI তদন্তের হুঁশিয়ারি দিয়েছে নিহত বালিকার পরিবার। তাঁদের অভিযোগ, শুধুমাত্র সিপিএমকে ভোট দেওয়ায়, টার্গেট করে তাঁদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।
রক্তাক্ত কালীগঞ্জ, বিজয় উল্লাসের বোমাবাজি প্রাণ কাড়ল ৯ বছরের বালিকার। অভিযোগ, টার্গেট করে সিপিএম সমর্থকদের বাড়ির দিকে ছোড়া হয় বোমা। আতঙ্কে যখন বাসিন্দারা পালাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য় করেও বোমা ছোড়া হয় বলে দাবি। ঘটনায় কৃষ্ণনগরের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় FIR দায়ের হয়ে, তদন্ত শুরু হয়েছে।



















