SSC News: বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন, হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ
ABP Ananda Live: বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন। হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ।পুলিশের মার খেয়েও রাস্তা আঁকড়ে লড়াই। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই রাতভর অবস্থান। রক্তাক্ত, ক্ষতবিক্ষোত হয়েও লড়াইয়ে চাকরিহারারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলনে অনড়। রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগালেন চাকরিহারারা। চক-ডাস্টারের বদলে হাতে ঝাঁটা। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সামনে মোতায়েন রয়েছে পুলিশও।
গোটা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা।
বীরভূমে TMC-র কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রতকে ফোন মমতার ! 'দল বিরোধী মন্তব্যে কঠোর ব্যবস্থা..'!a
অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। শীর্ষ নের্তৃত্বের নির্দেশে সম্প্রতি জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। হাত ছেড়ে গিয়েছে রাশ। নির্দেশ আসে, ভবিষ্যতে কোনও কর্মসূচির প্রয়োজন হলে, তা ডাকবেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মত গতকাল আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকেন। মূলত এর আগে বৈঠকের আহ্বায়ক ছিলেন জেলা রাজনীতিতে অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে পরিস্থিতি বদলেছে। একদিনে নয়। একটু একটু করেই একুশের পর থেকে নানা ইস্যুতে জানান দিয়েছে।
অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচির অনুমোদন কোর কমিটির। ২৪, ২৫ ও ২৬ মে ৩ মহকুমায় অনুব্রতর কর্মসূচিতে অনুমোদন। এদিন বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,'সোশাল মিডিয়ায় যাঁরা কোর কমিটি ও দল বিরোধী মন্তব্য করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা' ! জানা গিয়েছে, এবার বীরভূমে মাসে ২ বার করে বৈঠকে বসবে কোর কমিটি।






















