SSC : 'আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ তালিকা প্রকাশ', শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মিলল সমাধান ?
ABP Ananda LIVE : যোগ্য়-অযোগ্য় আলাদা করার দাবিকে সামনে রেখেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন SSC-র চাকরিহারারা। চাকরিহারাদের দাবি, আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট করে দিয়েছে, OMR শিটের মিরর ইমেজ তাঁদের কাছে নেই। তাঁরা কী বলছেন, এবং শিক্ষামন্ত্রী বৈঠকের পর কী বলছেন, দেখাব আপনাদের।
Kasba Incident : বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে
বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।



















