SSC Case : অতিরিক্ত শূন্যপদের ভবিষ্যত কী ? তদন্ত করবে CBI ? শুনানি হবে ৮ তারিখ
ABP Ananda LIVE : এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যাঁরা আছেন, তাঁদের জন্য় আরও একবার দেখাব, প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও অশিক্ষককর্মীর চাকরি বাতিল করে কী বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সবার নজর থাকবে, মঙ্গলবারের দিকে। কারণ, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়েই ওইদিন সর্বোচ্চ আদালতে শুনানি হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে, শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁদের নিয়োগ বাতিল হবে। কিন্তু তাঁদের কোনও বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছাই প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন।
অন্য়দিকে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, সে সংক্রান্ত মামলার শুনানি হবে ৮ তারিখ।



















