SSC News : চাকরি হারাতে হয়েছে বহু শিক্ষককে ! কীভাবে চালাবেন ক্লাস ? মাথায় হাত কর্তৃপক্ষের
ABP Ananda LIVE : সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। আর এই পরিস্থিতিতে মাথায় হাত পড়ছে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের। এমনও স্কুল রয়েছে যেখানে ৫০ শতাংশের বেশি শিক্ষককে চাকরি হারাতে হয়েছে ! কীভাবে ক্লাস চালাবেন, ভেবে কূলকিনারা করতে পারছেন না কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্টের নির্দেশে, শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁদের নিয়োগ বাতিল হবে। কিন্তু তাঁদের কোনও বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছাই প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন। অন্য়দিকে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, সে সংক্রান্ত মামলার শুনানি হবে ৮ তারিখ। ABP Ananda LIVE : চাকরির চাল থেকে, রাজ্য় সরকার দুর্নীতির কাঁকর আলাদা করতে না পারায়, বাংলায় বেকার হয়ে গেলেন, প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও অশিক্ষককর্মী। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে, আজ SSC-র দুহাজার ষোলো সালের পুরো প্য়ানেলটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলল, "বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, আর সেটা ধামাচাপা দিতে গিয়ে, অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগপ্রক্রিয়া।




















