SSC News Update: নতুন পরীক্ষা না দিতে চেয়ে ফের পথে নামলেন চাকরিহারারা | Teacher Protest
ABP Ananda Live: আজ খেকে শুরু হচ্ছে SSC-র নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ। আর আজই নতুন পরীক্ষা না দিতে চেয়ে ফের পথে নামলেন চাকরিহারারা। আজ সুবোধ মল্লিক স্কোয়ারে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন প্রাক্তন আমলা জহর সরকার।
'পহেলগাঁও হামলার ৫৫ দিন অতিক্রান্ত'। এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডল পোস্টে ৫টি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 'কী করে ৫ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে ২৬ জন নিরপরাধ মানুষকে খুন করল?' 'গোটাটাই গোয়েন্দা ব্যর্থতা, তারপরেও হামলার একমাসের মধ্যে কেন গোয়েন্দাপ্রধানের মেয়াদ বৃদ্ধি?' 'যদি বিরোধী দলনেতাদের বিরুদ্ধে মোদি সরকার পেগাস্যাস সফটওয়ার ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গিদের ক্ষেত্রে কেন নয়?' 'কোথায় আছে পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিরা? তার কি মৃত না জীবিত? কেন এই নিয়ে নীরব সরকার?' ' POK কবে দখল করবে ভারত? যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির উত্তর কবে আসবে? কেন ১৪০ কোটির আবেগ গুরুত্ব পাচ্ছে না?' '৩৩টি দেশে পহেলগাঁও হামলার পর গেল প্রতিনিধিদল। তাদের মধ্যে ক'টি দেশ পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছে?' পহেলগাঁওকাণ্ডের প্রেক্ষিতে মোদি সরকারের উদ্দেশে পরপর ৫টি প্রশ্ন অভিষেকের।


















