SSC Protest : বিকাশভবনে চাকরিহারাদের ধর্নার ১৬ দিন I অবস্থানমঞ্চে উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান
ABP Ananda LIVE : বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ ১৬ দিন, জারি রয়েছে আন্দোলন। আজ হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন ২ শিক্ষক-নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই ২ জনের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পুলিশি তলবের মুখে গতকাল বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন ৪ চাকরিহারা শিক্ষক। পাশাপাশি, বিকাশ ভবনের সামনে এখনও রাস্তায় বসে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্য। ৫০ থেকে ১০০ জন আন্দোলনকারী সেন্ট্রাল পার্কে থাকতে পারবেন। কিন্তু কোনও সরকারি কর্মচারী যেন আহত না হন।
মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক সব তথ্য়
মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য়। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে, কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। গ্রামবাসীরা ফোন করলেও, তা ধরেনি পুলিশ। এখানেই শেষ নয়, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। যাতে আগুন নেভানো না যায় তার জন্য জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছিল হামলাকারীরা। এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য়। এক্স পোস্টে তিনি লিখেছেন, আসল সত্য়িটা হল, সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্য়ই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। পাল্টা, কুণাল ঘোষের বক্তব্য, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে, তা সমপূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য়প্রণোদিত।



















