Mamata Banerjee: 'চাকরিহারাদের পাশে আছি, যতদূর দরকার যাব', SSC নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা
ABP Ananda LIVE: ভোটের (lok sabha election)মধ্যেই নিয়োগ দুর্নীতি (SSC Recruitemnt)নিয়ে বড় ধাক্কা রাজ্যের। ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট (High court) । '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ'। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। ২০১৬-র সমস্ত নিয়োগ বাতিল করল হাইকোর্ট । মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশ । ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ । ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট । নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই: হাইকোর্ট । নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ । ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ প্যানেল বাতিল। অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল, তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই।