SSC Scam : চাকরি অনিশ্চিত তবুও কর্তব্য়ে অনড়। ধর্নায় বসেই ছাত্রদের খাতা দেখলেন এক শিক্ষিকা
ABP Ananda LIVE : চাকরি অনিশ্চিত তবুও কর্তব্য়ে অনড়। গরমের ছুটির পরই বেরোবে রেজাল্ট। চোখে জল, ফুটপাতে বসে ছাত্রদের খাতা দেখলেন এক শিক্ষিকা। পূর্ব বর্ধমানের স্কুলের শিক্ষিকা জানালেন, আন্দোলন তাঁকে চালিয়ে যেতে হবে। দুর্নীতিতে হকের চাকরি চলে গিয়েছে। চাকরি বাঁচাতে পারবেন কি না, জানেন না। কিন্তু প্রতিবাদ চালিয়ে যাবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি রয়েছে। তাই পড়ুয়াদের প্রতি নিজের দায়-দায়িত্ব পালন করছেন। আন্দোলনও ছাড়তে পারবেন না, খাতাগুলিও দিতে হবে সময়ের মধ্যে। তাই রাস্তায় বসেই খাতা দেখলেন ওই শিক্ষিকা।
UCO Bank: ১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন সামাদ
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।



















