![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC vs CPIM: আসলে দায়িত্ব দেওয়া হল অভিষেকের বকলমে পুলিশ-প্রশাসনকে, দক্ষিণ ২৪ পরগনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুজন চক্রবর্তীর। Bangla News
মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ অমান্য, দক্ষিণ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল। অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) সরিয়ে সমন্বয়ের দায়িত্বে কুণাল ঘোষ (Kunal Ghosh), সওকত মোল্লা। দক্ষিণ ২৪ পরগনায় পুরভোটে অভিষেক-ঘনিষ্ঠ নেতাদেরই দায়িত্ব। নেত্রীর নির্দেশ কীভাবে উপেক্ষা? জেলা থেকে রিপোর্ট তলব, খবর সূত্রের। নির্দেশ উপেক্ষা করেই বজবজ, ডায়মন্ড হারবারে প্রথম তালিকাকে স্বীকৃতি। মমতার সঙ্গে আলোচনার পরে দক্ষিণ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল, খবর সূত্রের। ‘অফিসিয়াল তালিকা উপেক্ষা করে মনোনয়ন, নির্দলদের কড়া বার্তা’। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা, তারপরে ব্যবস্থা, খবর তৃণমূল সূত্রে।
এ বিষয় সুজন চক্রবর্তী বলেন, ‘এই সংক্রান্ত সংবাদে আমার খুব একটা আগ্রহ নেই। তৃণমূল দলের মধ্যে কে কখন কাকে টেক্কা মারবেন, কে ক্ষমতার বিবেচনায়, তোলাবাজির বিবেচনায় কাকে পিছিয়ে দিয়ে এগিয়ে যাবেন আমার এই বিষয় বিন্দুমাত্র আগ্রহ নেই। আসলে দায়িত্ব দেওয়া হল অভিষেকের বকলমে পুলিশ-প্রশাসনকে। ওসি ও ডিএম, ওসি ও বিডিও-কে।’
![West Bengal News : প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/28/d3412a615c71b89f2e4fd219498f25a51732770922079535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Arup Chakraborty : 'মমতাদির পরে অভিষেক, দ্বিমত নেই', মন্তব্য তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/28/2b22e0b3faf881f62acf3ec2c49fb8ce1732765368462535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh: জ্বলছে বাংলাদেশ | কী বলছেন চিকিৎসা-সহ নানা কারণে কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকরা ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/28/0b5e7954214b8406a3a5690b3627eafd1732764577688894_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Cafe Mezzuna: ইতালির লোভনীয় পাস্তার স্বাদ উৎযাপন করতে এবার কাফে মেজুনাতে শুরু হল 'পাস্তালা ভিস্তা' | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/28/80518133dd6d21935c0d93468b2c2db01732763863466894_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Humayun Kabir : 'অভিষেককে তো নেত্রীই নম্বর ২ করেছেন', TMC-র শো কজের পরেও বেলাগাম হুমায়ুন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/28/d1329306816947fc81360006ec9d618d1732762829729535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)