Supreme Court: ‘DA কি মৌলিক অধিকার? আমাদেরও সন্দেহ আছে’, বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE : 'কলকাতা হাইকোর্ট বলেছিল যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে' এবিষয়ে কী মতামত? আইনজীবীদের প্রশ্ন বিচারপতি সঞ্জয় কারোলের। 'আমরাও এটা নিয়ে বিবেচনা করছিলাম যে এটা মৌলিক অধিকার কিনা?'।'এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে'। বকেয়া DA-মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের। DA মৌলিক অধিকার নয়, সুপ্রিম কোর্টে একমত দু'পক্ষের আইনজীবীরা ।
Supreme Court: ‘DA কি মৌলিক অধিকার? আমাদেরও সন্দেহ আছে’, বলল সুপ্রিম কোর্ট
বকেয়া মহার্ঘভাতার দাবি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ (DA Case)। সেই নিয়ে মামলার শুনানিতে যদিও DA আদৌ মৌলিক অধিকার কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট এর আগে 'DA মৌলিক অধিকারের মধ্যে পড়ে' বলে মন্তব্য করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল। (Supreme Court)



















