Suvendu Adhikari : 'তৃণমূল মানেই টাকা !' কোন প্রসঙ্গে আক্রমণ শুভেন্দুর ?
ABP Ananda LIVE : বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশের উপর মত প্রদান শুভেন্দুর । রাজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না, অভিযোগ তুললেন বিরোধী দলনেতা । কী বললেন ?
Abhisheek Banerjee: 'মমতা নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন', শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেকের
'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, জেঠু থেকে দাদু হবে', শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেকের। 'আমি যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না', মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তারই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে, কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। যবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিঁদুর করবে। অপারেশন বেঙ্গল, মানে কী, এমএলএ কেনাবেচা করবে। বন্ধু তোমার কথায়, তোমাকে বলি... তুমি যে বলেছ, দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন। ৩৪ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝ, আমার কিছু করার নেই, তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে, তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো। লড়ো। করতে পারলে করো। লড়তে পারলে লড়ো। আর ধরতে পারলে ধরো। নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যত আঘাত করবে, তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে।'



















