Suvendu Adhikari: তৃণমূলকে ১২টি আসনে জেতানোই সিপিএমের লক্ষ্য ছিল, দাবি শুভেন্দু অধিকারীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'লোকসভা ভোটে এ রাজ্যে ১২ টি আসনে তৃণমূলকে জিততে ভোট কেটে সাহায্য করেছে বামেরা' । 'বামেরা কোনও আসনেই জেতার জায়গায় ছিল না' । '২১-এও ৫৬ আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম' । 'এবারেও সেই একই এজেন্ডা নিয়ে বামেরা ময়দানে নেমেছিল' । তৃণমূলকে ১২টি আসনে জেতানোই সিপিএমের লক্ষ্য ছিল, দাবি শুভেন্দু অধিকারীর
আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে কলকাতায়। শহরের বেশি কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়াই বইতে পারে (Kolkata Weather Updates)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া নিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্যোগের সময় নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। (Kolkata Rainfall) কলকাতার সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার অবশেষে স্বস্তির ধারাপাত দেখতে চলেছেন সাধারণ মানুষ। আকাশ ইতিমধ্যেই কালো মেঘে ঢাকা পড়েছে। কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও আর কিছু ক্ষণের মধ্যে বৃষ্টি ঢপকে পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে গত কয়েক দিন ধরে যে দুঃসহ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছিল কলকাতাবাসীকে, তা থেকে মুক্তি মিলবে বলে আশা।