(Source: ECI/ABP News/ABP Majha)
Swargaram: ঘাটালে তুলকালাম, দেব এবং শঙ্কর অনুরাগীদের মধ্যে বচসা, হাতাহাতি
ABP Ananda Live: দেব-শঙ্কর অনুগামী সংঘাতে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে তুলকালাম। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে ধুন্ধুমার। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি।
পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত। কাল আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। তার আগে চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্র পকসো মামলায় গ্রেফতার। 'ইডি ও সিবিআইয়ের মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র', দাবি বিকাশের আইনজীবীর। 'পুলিশ হেফাজতে থাকলে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা', দাবি বিকাশের আইনজীবীর। 'বিকাশ মিশ্র অনেকদিন মুক্ত, কোনও নিরাপত্তা নেই, তাতেও তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়নি', পাল্টা দাবি সরকারি আইনজীবীর। বিকাশ মিশ্রের একদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের, কাল পকসো আদালতে পেশ। আমাকে মারার চক্রান্ত চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে, আদালত থেকে বার করার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র।