Tapas Roy: 'সৌগত রায় সম্পর্কে মানুষ যা জানে না, বাধ্য় হব সেগুলো বলতে', পাল্টা তাপস রায়
ABP Ananda Live: তাপস রায়কে আক্রমণ সৌগত রায়ের। 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস'। 'হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে'। 'তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন'। 'বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক'। 'সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক'। তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত: সৌগত । 'মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিল'। নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের। 'সৌগত রায় সম্পর্কে মানুষ যা জানে না, বাধ্য় হব সেগুলো বলতে', পাল্টা তাপস রায়
অন্য়দিকে, বাগদা উপনির্বাচন ঘিরে আরও অস্বস্তিতে বিজেপি।এবার নির্দল প্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির বিক্ষুব্ধরা। নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বিজেপি সমর্থিত বলে দাবি বিক্ষুব্ধদের। বিজেপির পতাকা নিয়ে সত্যজিৎ মজুমদারের হয়ে চলছে ভোট প্রচারও । বাগদা উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপিতে কোন্দল শুরু। বহিরাগত প্রার্থী চাই না বলে বিক্ষোভ শুরু করেন বিজেপিরই অপর গোষ্ঠী। এরপরই নির্দল প্রার্থী হিসেবে সত্যজিতের নাম চূড়ান্ত করেন বিক্ষুব্ধরা