(Source: ECI/ABP News/ABP Majha)
12 Tar Breaking: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ঘিরে বিতর্কের রেশ বহুদূর গড়িয়েছে। বিষয়টি নিয়ে আদালত অবমাননার রুল জারি করে, নির্দেশনামায় কড়া মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশৃঙ্খলার কড়া সমালোচনা করেছে বিরোধীরাও।
হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার. হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে টি।
এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। অভিযোগ ওঠার পরে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা। বারুইপুর দক্ষিণ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশচন্দ্র মণ্ডলের নামে। তার মেয়ে সহ ১৯ জনকে টাকার বিনিময়ে শিক্ষক পদে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে পোস্টারে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলেরই একাংশ তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।
মহকুমাশাসককে ডেপুটেশনের জন্য বিতর্কিত প্যাড। প্যাডের হেডারে কংগ্রেস-সিপিএম-এর নাম একসঙ্গে !। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা, যুব কংগ্রেস সভাপতি-সহ ৯ কংগ্রেস নেতাকে শো-কজ। শো-কজের সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের। ১৫ দিনের মধ্যে শো-কজের উত্তর দিতে নির্দেশ।
কোচবিহারের পানিশালায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বোমাবাজির পর এবার যুব তৃণমূল নেতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা। দলেরই অঞ্চল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন যুব তৃণমূলের সভাপতি রফিকুল মিঞা। বৃহস্পতিবার সন্ধেয় পানিশালা বাজারে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ যুব তৃণমূলের সভাপতির। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। পানিশালা যুব তৃণমূলের অঞ্চল সাধারণ সম্পাদক মানিক রহমানের বিরুদ্ধে হামলার অভিযোগ। তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার রাতে পানিশালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচি নিয়ে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কেন্দ্রেই তৃণমূলের অন্দরের বিবাদ সামনে চলে এল। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদারের বাড়ির সামনে আজ সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে ডায়মন্ড হারবার ১ নং ব্লকের সক্রিয় তৃণমূল কর্মীদের বাদ দিয়ে অন্যদের ডাকা হয়েছে।