Thakurnagar : ঠাকুরনগরের মতুয়াবাড়িতে অব্যাহত বিজেপি সাংসদ-বিজেপি বিধায়ক দ্বন্দ্ব
ABP Ananda LIVE : ঠাকুরনগরের মতুয়াবাড়িতে অব্যাহত বিজেপি সাংসদ-বিজেপি বিধায়ক দ্বন্দ্ব। ঠাকুরনগরে মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। মতুয়াবাড়িতে নাটমন্দিরে এখনও চলছে শান্তনু ঠাকুরের ক্যাম্প। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব চরমে। গায়ের জোরে ক্যাম্প চালাচ্ছে শান্তনু ঠাকুর, অভিযোগ তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের। নিজের স্ত্রীকে ভোটে টিকিট দেবে বলে চক্রান্ত শান্তনুর, সরব বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ২০২৪ সালে টিকিট না পেলে উনিই তৃণমূলে যেতেন, পাল্টা সুব্রত ঠাকুর। মন্তব্যে নারাজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের। নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ বিধায়ক সুব্রত ঠাকুরের।
আরও খবর...
ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক
সিবিআইয়ের হাতে গ্রেফতারের পর জামিন, এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক। SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা।



















