Joynagar News: ত্রান নিয়ে যাওয়ার সময় জয়নগরে সিপিএমের প্রতিনিধিদলকে ফের বাধা পুলিশের। ABP Ananda Live
West Bengal News: জয়নগরে(Joynagar) সিপিএমের (CPM) প্রতিনিধিদলকে ফের বাধা দিল পুলিশ (Police)। এদিন দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন সিপিএম কর্মী, সমর্থকরা। দলুয়াখাকি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে গুদামের হাট এলাকায় তাঁদের আটকে দেয় পুলিশ। বাধা দেওয়ায় সিপিএম কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। জয়নগরের বামনগাছিতে তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর খুনের পর ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে বেছে বেছে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশি নিরাপত্তায় সিপিএম কর্মী, সমর্থকদের পরিবারগুলি গ্রামে ফিরলেও, সর্বস্ব হারিয়েছেন তাঁরা। এর আগেও দলুয়াখাকি গ্রামে যেতে বাধা দেওয়া হয় সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়-সহ সিপিএম নেতাদের। ABP Ananda Live


















