TMC-BJP Clash: হাওড়ার শালিমারে উত্তেজনা,পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে সংঘর্ষ, ইটবৃষ্টি
ABP Ananda LIVE: হাওড়ার (howrah) শালিমারে (shalimar)তীব্র উত্তেজনা। পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে সংঘর্ষ, ইটবৃষ্টি। পুলিশের সামনেই পরপর গাড়ি-বাইক ভাঙচুর। ঘরে ঘরে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ।
বেলঘরিয়ায় (bbelgharia)ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার পরেই ব্যারাকপুরের (barrackpore)রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোনের অভিযোগ। শনিবার টিটাগড় থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ী তাপস ভগতের। 'অজয় মণ্ডলের ওপর হামলা হয়েছে, এবার তোমার পালা', ফোনে হুমকি, দাবি ব্যবসায়ী তাপস ভগতের। বিহারের জেল থেকে ফোন করছি, এমনটাই দাবি ফোনে, অভিযোগ তাপস ভগতের।কে ফোন করেছে, নাম বলেনি, দাবি তাপস ভগতের। যেহেতু অজয় মণ্ডলকে সুবোধ সিংহ ফোন করেছিলেন, আমার সন্দেহ সুবোধ সিংহ আমাকে হুমকি দিয়েছে, দাবি তাপস ভগতের। টাকা দেওয়া হয়নি, দাবি ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতের। তাপস ভগত সুবোধ সিংয়ের লিঙ্কম্যান হিসেবে কাজ করেছে, আজ দুপুরে অভিযোগ করেন অর্জুন সিংহ। অর্জুন সিংহই সুবোধ সিংহকে ফোন করেছিলেন, পাল্টা দাবি তাপস ভগতের।