Udayan Guha : 'উকিল বর্মনকে বাংলাদেশিরা নিয়ে গেছে। কোথায় শুভেন্দু অধিকারী ?', আক্রমণে উদয়ন গুহ
ABP Ananda LIVE : বাংলাদেশে জেলবন্দি কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনের মুক্তির দাবি জোরালো হচ্ছে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। 'বলা হচ্ছে হিন্দু ধর্ম নাকি বিপদে। উকিল বর্মনকে বাংলাদেশিরা নিয়ে গেছে। কোথায় শুভেন্দু অধিকারী ?', আক্রমণে উদয়ন গুহ।
Pahalgam Incident Update: ৩ দিনে ২ বার, ফের নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, যা বলছে বিরোধীরা...
প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে। ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেবই। পহেলগাঁও হামলা নিয়ে ফের একবার নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। একইভাবে হুঙ্কার শোনা গেছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে ভারতীয় সেনা অ্যাকশনে নেমেছে ভূস্বর্গে। কিন্তু প্রত্যাঘাত কবে হবে? সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও। এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।"



















