(Source: ECI/ABP News/ABP Majha)
Firhad Hakim:'BJP-কে মদত দিচ্ছে ২ পার্টি সিপিএম ও কংগ্রেস',একযোগে BJP-CPM-কংগ্রেসকে আক্রমণ ফিরহাদের
ABP Ananda Live: 'বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি, সেই ৭৭-এর মধ্যে অর্ধেক পালিয়ে গেছে'। 'এখন শুভেন্দুর সঙ্গে ৫০ থেকে ৬০ জন বিধায়ক ঘুরে বেড়াচ্ছে'। 'তাঁদের মধ্যে অভিষেকের সঙ্গে দেখা করছে রোজ, আর বলছে বিজেপিতে থাকতে পারছি না, নিয়ে নাও'। বাঁকুড়ার তালডাংরায় গিয়ে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গেট বন্ধ আছে, এখন নেওয়া যাবে না'। 'বিজেপিকে মদত দিচ্ছে দুই পার্টি সিপিএম ও কংগ্রেস'। একযোগে বিজেপি-সিপিএম-কংগ্রেসকে আক্রমণ ফিরহাদ হাকিমের।
রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।