Kunal Ghosh: 'দিলীপ ঘোষকে ঘরছাড়া করেছে বিজেপির নেতারাই', বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের
ABP Ananda LIVE: 'বিজেপি (BJP)পরাজিত হয়েছে, বিজেপিতে বাংলায় একজনমাত্র লোককে ভরসা রয়েছে, তাঁর নাম হচ্ছে দিলীপ ঘোষ (Dilip Ghosgh। তাঁকে ঘরছাড়া করেছে বিজেপির নেতারাই। মেদিনীপুর থেকে ঘরছাড়া করে দিয়েছে। হেরে গিয়ে ছুতো তৈরির নাটক চলছে', বিস্ফোরক কুণাল ঘোষ(kunal ghosh)।
ভোট (loksabhaelection 2024) পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক ? মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি (BJP News) কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে (CV Ananda Bose) গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার', বললেন সুকান্ত মজুমদার। রাজ্যে ভোটের পর একের পর এক হিংসার খবর। পরিস্থিতি খতিয়ে রাজ্যে আসছে বিজেপির ৪ সাংসদের কেন্দ্রীয় টিম। টিমে আছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার। বসিরহাটে তৃণমূল ()TMC News) কর্মীকে গুলি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত শাসক কর্মীকে নিয়ে আসা হল আরজি করে। অস্ত্রোপচার করে বার করা হল গুলি। ABP Ananda Live