Coochbehar News: কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, প্রতিবাদে তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, প্রতিবাদে তৃণমূল । পুন্ডিবাড়িতে রাস্তা অবরোধ-বিক্ষোভ তৃণমূলের । রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ০৩.০৬.২৫: গুলিবিদ্ধ তৃণমূল নেতা ও কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে । হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক বিজেপি বিধায়কের ছেলে । আটক কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে শুভঙ্কর রায় গতরাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার উপর হামলা হয়, অভিযোগ তৃণমূলের পার্টি অফিস থেকে বাইকে ফেরার সময় কালো গাড়িতে এসে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে, দাবি তৃণমূলের । অভিযোগ অস্বীকার করেছে বিজেপির । তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে গুলি চলেছে, পাল্টা দাবি বিজেপি বিধায়কের
আরও খবর....
কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকাকে খুনের অভিযোগে আরও ১ জন গ্রেফতার । ধৃতের নাম আবুল কাসেম শেখ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু বালিকার। ২৪ জনের নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার, এখনও অধরা ১৪।



















