Sandeshkhali: শেখ শাহজাহানকে গ্রেফতারের পরেই সন্দেশখালিজুড়ে দেখা গেল পুলিশি তৎপরতা |ABP Ananda LIVE
Sheikh Shahjahan: ৫ জানুয়ারি: শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। এই মূহুর্তে শেখ শাহাজাহানের বাড়ির এলাকা জনমানব শূন্য। গোটা সন্দেশখালি এলাকা জুড়ে পুলিশি তৎপরতা রয়েছে। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৫ দিন পরে গ্রেফতার শেখ শাহজাহান। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্টে (Calcutta High Court) বলার পরে গ্রেফতার। ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি (ED)। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) 'মাস্টারমাইন্ড'। ১২টার পর আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে। ঠিক কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনও জানা যায়নি । জানা গিয়েছে, দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। আজ ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে পেশ করা হবে।


















