Kalyan Banerjee: বাড়ির কালীপুজোতে তৃণমূল সাংসদ, দেবী প্রতিমার সামনে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ
ABP Ananda Live: দুর্গাপুজোর পর এবার নিজের বাঁকুড়ার বাড়িতে দোলতলা বাড়ির কালীপুজোতেও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেবী প্রতিমার সামনে বসে মন্ত্রপাঠ এবং আরতি করতে দেখা গেল আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির অন্তত দমকলের ২০টি ইঞ্জিন। প্রচুর ফোমের ব্যবস্থাও করা হয়। ঘটনাস্থল জুড়ে প্রচুর সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুনের উৎসস্থলে পৌঁছনো যায়নি। পাঁচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টায় দমকল কর্মীরা। এদিকে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।
দমকলের এডিজি অভিজিৎ পান্ডে বলেন, 'পাশের গেঞ্জি কারখানাতেও ছড়িয়েছে আগুন। দুটোই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে'। দমকলের আধিকারিকরা বলেন, “পাঁচিল ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। পাশের গেঞ্জি কারখানার আগুন দ্রুতই আয়ত্তে আসবে। তবে রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে। কারখানার ভিতরে কেউ ছিল কি না, এখনও আমরা জানতে পারিনি।”

















