Saugata Roy: 'উপাচার্যকে আমার অপদার্থ বলেই মনে হয়', যাদবপুরকাণ্ডের পর মন্তব্য সৌগতর
ABP Ananda Live: 'উপাচার্যকে আমার অপদার্থ বলেই মনে হয়। কালকে যখন এত ঘটনা ঘটছে, উপাচার্যের সেখানে হস্তক্ষেপ করা উচিত ছিল। উনি কোনও হস্তক্ষেপ করছেন না, এখন বলছেন চলতে দেওয়া যায় না। চলতে দেওয়া যদি না যায় তাহলে উনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আবহাওয়ার সৃষ্টি করুন যেখানে বিভিন্ন মতাবিলম্বী লোকেরা আসতে পারেন, ঢুকতে পারেন। এই ধরনের অপমান তাঁদের যেন না হতে হয়'। বললেন সৌগত রায়।
WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর। রাতে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ফের আগুন। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এল জুতো! শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম আন্দোলনকারী ছাত্র।
যাদবপুরে ব্রাত্য়র গাড়ির বনেটে উঠে বিক্ষোভ, তারমধ্যেই ছুটল মন্ত্রীর গাড়ি! যাদবপুর থানায় আন্দোলকারী পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ ওয়েবকুপার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ৭ টি FIR দায়ের, গ্রেফতার ১ ।
শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১। গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী।



















