Abhishek Banerjee: 'ব্লক ভিত্তিক প্রচারে আরও বেশি করে জোর দিতে হবে' জেলাওয়াড়ি বৈঠকে বার্তা অভিষেকের
ABP Ananda LIVE : 'অসম সীমানাবর্তী এলাকা, বাংলাভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে'। 'কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে'। 'ব্লক ভিত্তিক প্রচারে আরও বেশি করে জোর দিতে হবে'। জেলাওয়াড়ি বৈঠকে নেতাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র । 'সবাইকে সবার সাথেই চলতে হবে, এক ইঞ্চি জমি কাউকে ছাড়া হবে না'। 'এলাকায় বেশি জোর দিতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখা চলবে না'। ক্যামাক স্ট্রিটে কোচবিহার নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র । 'পাড়া সমাধানে উপস্থিত থেকে বুঝবেন মানুষ কি চাইছে, দূর করতে হবে অসুবিধা'। ছাব্বিশের ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।
Road Problem: আলিপুরদুয়ারে ৬ কিলোমিটার রাস্তার কঙ্কালসার চেহারা
আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের প্রায় সাড়ে ৬ কিলোমিটার রাস্তার কঙ্কালসার চেহারা। পিচ উঠে যাওয়া
রাস্তা খানা-খন্দে ভরা। বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে আলিপুরদুয়ার শহরে যাওয়ার এটাই বিকল্প রাস্তা। স্থানীয়দের অভিযোগ, ১০ বছর ধরে রাস্তা বেহাল, প্রশাসনের কোনও হেলদোল নেই। বিজেপির অভিযোগ, কাটমানি দেওয়ার ভয়ে টেন্ডারে অংশ নিতে চাইছেন না ঠিকাদাররা। তৃণমূল পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগের টেন্ডারে একজন ঠিকাদার অংশ নেওয়ায় নতুন করে টেন্ডার ডাকা হয়েছে।





















