Humayun Kabir: "ওয়াকফ আন্দোলনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ রাজ্যের মুসলমানরা", বিস্ফোরক হুমায়ুন কবীর
ABP Ananda Live: "২৬-এ ২০০-র নিচে নামবে তৃণমূল," বিস্ফোরক তৃণমূলেরই সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবীর। "ওয়াকফ আন্দোলনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ রাজ্যের মুসলমানরা," বললেন বিধায়ক।
ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান ! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি
ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান! খড়দার নির্যাতিতার অবস্থা আরও সঙ্কটজনক, CCU-তে ভর্তি। সাগরদত্ত মেডিক্যালে CCU-তে ডোমজুড়কাণ্ডের নির্যাতিতা। কাজের নামে পর্নোগ্রাফি শ্যুটে চাপ, না করায় নারকীয় অত্যাচার। গলফ গ্রিন থেকে গ্রেফতার ছেলে আরিয়ান, খোঁজ নেই শ্বেতা খানের! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি। রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও শ্বেতার খোঁজে হাওড়া সিটি পুলিশের তল্লাশি। 'নির্যাতিতাকে আটকে রাখার সময় ২ বার গাড়িতে নিয়ে বের হয় অভিযুক্তরা'। দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে, খবর পুলিশ সূত্রে। কিন্তু কেন দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে? এখনও ধোঁয়াশা। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে নির্যাতিতার মায়ের চিঠি, শ্বেতা খানের গ্রেফতারির দাবি।


















