Kalyan Banerjee: কোন্নগরে মূক বধির নাবালিকাকে নির্যাতনকাণ্ডে সর্বোচ্চ সাজা চেয়ে সওয়াল কল্যাণের
ABP Ananda LIVE : কোন্নগরে মূক বধির নাবালিকাকে নির্যাতনকাণ্ডে সর্বোচ্চ সাজা চেয়ে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের I শ্রীরামপুর আদালতে সরকারি আইনজীবী হিসেবে সওয়াল কল্যাণের I ফের ১০ দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের I দ্রুত তদন্ত করে দু’মাসের মধ্যে সাজা হবে, আশ্বাস কল্যাণের I এই প্রথম শ্রীরামপুর আদালতে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের I আদালতের বাইরে বুদ্ধিজীবীদের কটাক্ষ কল্যাণের Iআরজি করের আন্দোলনকারীরা কোথায়? খোঁচা কল্যাণের I
কোন্নগরে মূক বধির নাবালিকাকে ধর্ষণকাণ্ডে ফাঁসি চেয়ে সওয়াল কল্যাণের, 'RG করের আন্দোলনকারীরা কোথায়?..'
কোন্নগরকাণ্ডে শ্রীরামপুর আদালতে সরকারি আইনজীবী হিসেবে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের ১০ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে অভিযুক্তকে। দ্রুত তদন্ত করে দু’মাসের মধ্যে সাজা হবে, আশ্বাস দিয়েছেন কল্যাণ। এই প্রথম শ্রীরামপুর আদালতে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আদালতের বাইরে বুদ্ধিজীবীদের কটাক্ষ করেছেন তিনি।
পঁচিশের পরতে পরতে রক্তের দাগ। আরজিকর কাণ্ডের পর প্রথম কোনও রাস্তায় নেমে সাধারণ মানুষের আন্দোলন। যেখানে গর্জে উঠেছিল বাংলা তথা দেশ-সহ বিদেশও। এদিকে সেই মামলার সঙ্গে সঙ্গে কলকাতায় বুকে একগুচ্ছ ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে গত কয়েক মাসে। এদিকে আরজিকর আন্দোলনকারীদের অন্যতম মুখ তিন জন দেবাশিস, আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকে ইতিমধ্যেই মালদা-পুরুলিয়ায় বদলি করা হয়েছে। ঠিক এই আবহেই, কোন্নগর ধর্ষণকাণ্ডের সওয়ালের পাশাপাশি খোঁচা কল্যাণের। আরজি করের আন্দোলনকারীরা কোথায়?


















