Kunal Ghosh: 'উনি মমতার ঘরের এবং ঘরানার', কার সম্পর্কে বললেন কুণাল। ABP Ananda Live
Shovan Chatterjee: শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না'। 'একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে'। 'যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন'। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়। 'শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার'। 'কখন কি হবে, নেত্রী সিদ্ধান্ত নেবেন।' শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের। পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্য়ঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিতর্কে বিডিও (BDO Aiburobhat)। আইবুড়ো ভাত খেয়ে তৃণমূলের ব্লক সভানেত্রীর পা ছুঁয়ে প্রণামও করেছিলেন বিডিও। কী হয়েছে জানতে চেয়ে এবার বর্ধমান ১-এর (Barddhaman 1) বিডিও রজনীশকুমার যাদবকে চিঠি দিলেন জেলাশাসক। ABP Ananda Live
![Baguiati News: বাগুইআটির ঘটনায় অভিযুক্তর জামিন, কী বললেন আক্রান্ত প্রোমোটার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/b919de0e416ef39a94e0cbd97aef4ebc1739712845735967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)