![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC News : কোন তিন ইস্যুকে কেন্দ্র করে হতে চলেছে আজকের তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক?
ABP Ananda LIVE : উপনির্বাচনে সিক্সারের পর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। নবান্ন থেকে কালীঘাটের বাড়িতে ফিরলেন তৃণমূলনেত্রী, এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কালীঘাটে এলেন অনুব্রত মণ্ডল। জেলমুক্তির পর আজ নেত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা অনুব্রত মণ্ডলের। একাধিক পুরসভার চেয়ারম্য়ান ও ভাইস চেয়ারম্য়ানের রদবদল নিয়ে মমতাকে রিপোর্ট। অভিষেকের: তৃণমূল সূত্র। সুব্রত বক্সীও একটি রিপোর্ট জমা দিয়েছেন: তৃণমূল সূত্র।
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।
![TMC News : 'তৃণমূল কংগ্রেস কোনও সর্বভারতীয় দলই নয়', কটাক্ষ সমীকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/47dafe7ee85faee99409be81202510911732532610231535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News : চলছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রস্তুতি, কোন কোন পদে রদবদল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/fe2902a925a7c40fe945cd898c1f10071732530148346535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Anubrata Mandal: জেলমুক্তির পর আজ প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অনুব্রতর I কী বললেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/0c84966ec1b7aa5f1c36aee1c84e345d1732529234520535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Air Pollution : বাড়ছে বায়ুদূষণ, চরম সীমায় দিল্লি ; কোথায় দাঁড়িয়ে কলকাতা ? বাঁচবেন কীভাবে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/f18ada624bad95fa5f32c088c2b42be01732528091019535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB News : জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি ! মহেশতলার বাটা মোড়ে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/0437489511b0e3837311a33d8952bde21732526375058535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)