Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের নোঙরা হুমকি ফোন ঘিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূলে
ABP Ananda Live: অনুব্রত মণ্ডলের নোংরা হুমকি ফোন ঘিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূলে। সৌগত রায়ের পর অনুব্রতর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলেরই দুই বিধায়ক হুমায়ুন কবীর ও আব্দুল গণি। তৃণমূলকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নাম না করে অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ সিউড়ির ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির। যদিও এই ইস্য়ুতে মন্তব্য এড়িয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ভাইরাল ভিডিও অজানা, সাফাই শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর।
বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সেখানে সই রয়েছে H চৌধুরীর। পাশে লেখা রেজিস্ট্রেশন নম্বর। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই H চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, সবাই বলছেন, BMOH বা ব্লক মেডিক্য়াল অফিসার একটি নন প্র্যাক্টিসিং পোস্ট। তাই এরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। বিতর্কের পর এদিন দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে।


















