TMC News: স্মার্ট ক্লাস ঘিরে রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের সংঘাত ফের প্রকাশ্যে
ABP Ananda LIVE: হুগলিতে ফের তৃণমূল সাংসদ বনাম তৃণমূল বিধায়ক । স্মার্ট ক্লাস ঘিরে রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের সংঘাত ফের প্রকাশ্যে । চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন সাংসদ রচনার । অনুষ্ঠানে গরহাজির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । আমন্ত্রণই জানানো হয়নি, দাবি বিধায়ক অসিত মজুমদারের । সবাইকে নিয়ে চলার বার্তা দিলে ভাল করতেন বিধায়ক, প্রতিক্রিয়া রচনার । জুলাই মাসেও বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ-বিধায়ক সংঘাত । বাগবিতণ্ডায় জড়ান রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদার
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।


















