TMC News: কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে বিস্ফোরক নিহতের বাবা
ABP Ananda LIVE: কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে বিস্ফোরক নিহতের বাবা। 'দলের অনেকেই ছিলেন যাঁরা ছেলেকে পছন্দ করতেন না। পঞ্চায়েত ভোটে ওর মা যখন দাঁড়িয়েছিল, অনেক নেতা প্রচারে আসেননিট, অভিযোগ নিহত যুব তৃণমূল নেতার বাবার। শনিবার বিকেলে কোচবিহারে ভরা বাজারে খুন যুব তৃণমূল নেতা। হেলমেট পরে এসে বাজারের মধ্যেই পর পর গুলি দুষ্কৃতীদের। ভাঙড়, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির পর এবার কোচবিহার। ভিড়ের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুব তৃণমূল নেতাকে খুন! ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল কোচবিহারে। যুব তৃণমূল নেতা খুনে আটক ১।
বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার
বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার। 'বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন।বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি থেকে বেরোতে দেবেন না। সোলার লাইট MLA-দের এবার জব্দ করার পালা এসেছে। পাত্রসায়রে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তর। প্রচার পাওয়ার জন্য তৃণমূল এইসব মন্তব্য করছেন। ঘেরাও তো ২০২৬ সালে হবে, তৈরি থাকুন। তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির।


















