Tmc Councillor: পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী। অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কেউ কো-অপারেটিভের বাসিন্দাই নন, দাবি কাউন্সিলরের। পর্ণশ্রী কো-অপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র।
দীর্ঘ প্রতীক্ষার পর রবিবারই খোলা হল ১২০০ শতাব্দীতে তৈরি হওয়া পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath temple Ratna Bhandar} রহস্যময় রত্নভাণ্ডার (Ratna Bhandar)। ওড়িশায় বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে পুরীর (Puri) রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই ইচ্ছা পূরণ হতেই রত্নভাণ্ডার খোলার বিষয়ে ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজির সরকার। এরপরই শুরু হয় যায় প্রস্তুতি। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কমিটি বৈঠকে বসে ঠিক করে রথ ও উল্টোরথের মাঝামাঝি সময় যখন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে তখনই রত্নভাণ্ডার খোলা হবে। প্রথম সিদ্ধান্ত হয়েছিল ৮ জুলাই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের মধ্যে থাকা রত্নভাণ্ডারটি খোলা হবে। পরে তা ১৩ জুলাই অর্থাৎ আজকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ফের ৪৬ বছর পর খুলতে চলেছে রত্নভাণ্ডারের দরজা।