Howrah: শিবপুরের ব্যবসায়ীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলেছে ২০ কোটি টাকার হদিশ, দাবি পুলিশের | Bangla News
ফের কোটি কোটি টাকা উদ্ধার। হাওড়ার শিবপুরের বহুতলে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে উদ্ধার হল নগদ ২ কোটি টাকা ও সোনার গয়না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে মিলেছে আরও ২০ কোটি টাকার হদিশ, দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি সংস্থার অ্যাকাউন্টে অনলাইনে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে জানিয়ে, শুক্রবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গার্ডেনরিচকাণ্ড থেকে শিক্ষা নিয়ে তত্পর হয় পুলিশ। গতকালই শিবপুরের একটি আবাসনে হানা দিয়ে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গ্যারাজে রাখা গাড়ির ভিতরে বিপুল পরিমাণ টাকা, গয়না উদ্ধার করে পুলিশ। গাড়িটি ব্যবসায়ীর ভাই অরবিন্দ পাণ্ডের নামে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
![Delhi Station News: দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, কী বললেন মমতা? ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/9d2d0dd45c53638df0d9233ef8ffb2f01739714713893967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)