Valentine's Day Special Collection: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভ্যালেন্টাইন স্পেশাল নিয়ে এল বিশেষ কালেকশন
ABP Ananda Live: ভ্য়ালেন্টাইন স্পেশাল ডে উপলক্ষ্য়ে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস নিয়ে এল বিশেষ কালেকশন। সোনা হোক কিংবা হিরে, প্রিয়জনকে খুশি করতে, তারা নিয়ে এসেছে বিশেষ গয়নার সম্ভার।
২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।



















