Paschimbanga Dibas: ক্যালেন্ডারে জুন মাস, আবার আলোচনায় 'পশ্চিমবঙ্গ দিবস'
ABP Ananda Live: ক্যালেন্ডারে জুন মাস, আবার আলোচনায় 'পশ্চিমবঙ্গ দিবস'। আবার তৃণমূল-বিজেপি তরজা! এবারও ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করতে চায় বিজেপি। এই প্রেক্ষাপটে এদিন মুখ্য়মন্ত্রী বলেন, বাংলার প্রতিষ্ঠা দিবস, বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? পয়লা বৈশাখ, বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিধানসভায় আইন পাস হয়েছে। ২০-শে জুন, বিজেপির ইচ্ছামতো চাপিয়ে দেওয়া জিনিস।
টানা বৃষ্টিতেও ভোটদানের উৎসাহে নেই কমতি, ছাতা মাথায় নিয়েই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে চলছে ভোটদান পর্ব
বিরূপ আবহাওয়া। বুধবার রাত থেকেই চলছে বৃষ্টি। কিন্তু তাতেও মানুষের ভোটদানে উৎসাহের খামতি দেখা যায়নি নদিয়ায়। বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে হাজির হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এরপর কাজে বেরোতে হবে। তাই সকালে তাড়াতাড়ি ভোট দিয়ে যাচ্ছেন।


















